যারা_ন্যাশনাল_ইউনিভারসিটির_অধীনে_৪বছর_মেয়াদী

যারা_ন্যাশনাল_ইউনিভারসিটির_অধীনে_৪বছর_মেয়াদী

_অনার্স_কোর্সে_ভর্তি_হতে_ইচ্ছুক_তাদের_দৃষ্টি_
আকর্ষন_করছি
#১সেপ্টেম্বর থেকে আপনারা অনলাইন এ আবেদন
করতে পারবেন।
#কেবলমাত্র ১টি কলেজে আবেদন করা যাবে।
#ভর্তির আবেদনের জন্য এসএসসি এবং এইসএসসি তে আলাদা
ভাবে মিনিমাম জিপিএ ২:০০ থাকা লাগবে।
#আবেদন ফরম পূরণ করার সময় খুব সাবধানে করতে হবে
যেন ভূল না হয়। কারন ভূল হলে শুধু একবার ই সংশোধন করা
যাবে।
#আমার মতে মানবিক এবং ব্যবসায় শাখা থেকে মিনিমাম জিপিএ
৭:০০ আর বিজ্ঞান শাখা থেকে মিনিমাম ৮:০০ পয়েন্টের
নিচে হলে সরকারি কলেজ গুলোতে আপনাদের আবেদন
না করাই উচিৎ হবে। কারণ সরকারি কলেজ গুলোতে কম
পয়েন্ট নিয়ে চান্স পাওয়া যায়না আর যদি ভাগ্যক্রমে চান্স পাওয়া
ও যায় তবে ভালো সাবজেক্ট বা পছন্দমত সাবজেক্ট পাওয়া
যাবেনা।
#এটা অবশ্যই মনে রাখা উচিত যে ন্যাশনাল ইউনিভার্সিটির
অধীনে সকল কলেজ থেকে পাশ করা সার্টিফিকেটের
মান সমান। অতএব ভালো কলেজের চেয়ে ভালো
সাবজেক্ট পাওয়ার প্রতি গুরুত্ব দেওয়া ই শ্রেয়।
#সেক্ষেত্রে যাদের জিপিএ কম তারা non govt college
গুলোতে এডমিশন নিতে পারেন।

No comments

Theme images by richcano. Powered by Blogger.