অবশেষে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গুলো পে(pay) সিস্টেম এর মতো করা হচ্ছে।
এখন প্রশ্ন হলো পে সিস্টেমে সুবিধা কি?
Pay সিস্টেম এর সুবিধা হলো, আপনার ইচ্ছা মত টিভি চ্যানেল বাচাই করতে পারবেন। আপনি যে চ্যানেল দেখেন না সেগুলো আপনি পাবেন না। তাই শুধুমাত্র সেসব চ্যানেলের জন্যেই আপনি টাকা পরিশোধ করবেন, যেগুলো আপনার পছন্দের...
এর পাশাপাশি টিভি চ্যানেলের অনুষ্ঠান এবং সম্প্রচারের মান বৃদ্ধি পাবে। কারণ বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো শুধু মাত্র বিজ্ঞাপনের টাকায় চলে থাকে। এতে তাদের অর্থ উপার্জন তুলনামূলক কম হয়। ফলে অনুষ্ঠানের মান কিংবা আমরা যে দীর্ঘদিন ধরে ভালো মানের একটি মুভি চ্যানেল চাচ্ছি, সেই চ্যানেল হওয়াটা একটা স্বপ্নের মত হয়ে আছে।
এছাড়াও বাংলাদেশের টিভি চ্যানেল গুলোকে প্রতিটি ক্যাবল নেটওয়ার্ক এ প্রথম দিকে দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। ১২মে ২০১৯ সাল থেকেই প্রতিটি বেসরকারি টিভি চ্যানেল pay সিস্টেমে আত্নপ্রকাশ করবে।। এমনটাই ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রী। [সূত্রঃ ৭১ টিভি]
এখন আমরা পাশের দেশের সনি ম্যাক্স, জি সিনেমা, জলসা মুভিজের মতো একটি মুভি চ্যানেল... কিংবা নাইন.এক্স.এম, সংগীত বাংলার মতো একটি গানের চ্যানেলী আশা করতেই পারি..☺
No comments