কিছু কথা : ইউটিউবার হওয়ার জন্য সবচেয়ে বড় যে গুণটা দরকার সেটা কি যানেন ? সেটা হল নিজের থেকে বুঝে নেয়ার ক্ষমতা, কাউকে জিজ্ঞাসা করার আগে মাথা খাটিয়ে নেট ঘেঁটে শিখে নেয়ার প্রবনতা। কারণ যে আপনাকে পরামর্শ দিতে পারবে, অবশ্যই সে নিজে অনেক ব্যস্ত,, কিন্তু
আপনি যদি নেট ঘেঁটে কিছু শেখার, জানার দক্ষতা রাখেন, আপনি যে কোন ফিল্ডে কাজ শুরু করে নিমিষেই সফল হতে পারবেন। সো, নিজের উপর ভরসা করে নিজে খোজার চেষ্টা করুন আর তার পরেও না পেলে আমরা তো আছিই হেল্প করতে তাইনা :) ধন্যবাদ
No comments