৩ টি গুরুত্ত পূর্ণ উপায় ভিডিও টপ Ranking এর জন্য।

৩ টি গুরুত্ত পূর্ণ উপায় ভিডিও টপ Ranking এর জন্য।

সবাইকে স্বাগতম, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ৩টি গুরুত্তপূর্ণ Youtube Video SEO এর গোপন বিষয়। যেগুলো আপনার ভিডিওকে Top Rank করতে সাহায্য কবে।
Long Tail Keyword
Preview prove preview (PPP)Engagement


ভিডিও SEO যদি আপনি থিক মতো করতে পারেন তাহলে আপনি যেকোনো ভিডিও Rank করতে পারবেন খুব সহজে। আপনাকে শুধু কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম গুলোর মাঝে এগুলো কয়েকটা মাত্র। চলুন তাহলে জেনে নেই এই ৩টা পদ্ধতি কি।Long Tail Keyword : আপনারা হয়তো অনেকে জেনে বা শুনে থাকবেন যে বড় টাইটেল দিলে তাতে ভিউ বারে । হে এ কথাটা ঠিক। কিন্তু তার মাজে কিছু কথা আছে , আপনাদের যে মেইন Keyword থাকবে চেস্টা করবেন যতদূর সম্ভব প্রথম দিকে জেনো থাকে। প্রথম দিকে যখন থাকবে তখন সেট দ্রুত ফলো করবে, যার ফলে তা আরো দ্রুত Rank করিয়ে দিবে। এখানে আরেকটা বিষয় লক্ষ রাখবেন জেনো আপনার মেইন keyword এর দুরত্ত বেশি না হয়। যেমন, আপনার যদি keyword হয় YT Video SEO , তাহলে দেখবেন অনেকেই লাখে YT professional video SEO আমরা কি করি না জেনে বুঝে মাজে একটা বা দুটা শব্দ বসিয়ে দেই, তাতে কি হয় তখন Youtube এর রবট মিল খুজে পায়না Video and Keyword এর মাঝে । তখন সে আর আপনার ভিডিওটা Rank করায় না।
Preview Prove Preview (PPP) : PPP এই কথাটা হয়ত অনেকেই অর্থ জানেন কিন্তু শব্দ টার সাথে পরিচিত না।
Preview : আমরা ছিনেমা, নাটক, গান ইত্যাদি অনেক কিছুই দেখি , সেগুলো যখন বের হয় তার একটা ট্রেইলার দেয় , দর্শককে বুঝায় যে সামনে কিছু আসছে। এতে কি হয় দর্শকের আকর্ষণ বাড়ে যার ফলে তা দেখতে অনুপ্রানিত হয়। ঠিক তেমনি আপনার ভিডিওতে প্রথম ৫ সেকেন্ড এমন কিছু দিবেন জেনো সম্পূর্ণ ভিডিও দেখে।
Prove : এখানে পরের ৫ সেকেন্ডএ আপনি আপনার ভিডিওতে এমন কিছু দেখাতে হবে জা লোকেদের প্রয়োজন বা তাতে উপকৃত হবে। কারন প্রয়োজন ছাড়া মানুষ কোন কিছু দেখেনা।
Preview : এখনের ৫ সেকেন্ডে আপনি দর্শককে বলবেন চলেন তাহলে ভিডিও শুরু করা জাক। এতক্ষণ ট্রেইলার দেখলেন , এটা দেখলে আপনার কি উপকার হবে সব দেখলেন এখন ভিডিও দেখেন। মানে ছবি এখনো বাকি।
এখানে আপনাদের আমি আরেকটা বিষয় জানিয়ে দেই , আপনারা হয়তো লক্ষ করেননি এতে করে আপনার ভিডিওর সময় বেড়ে যেটা SEO আরেকটা বিষয়।
Engagement : আপনি দর্শককে এমন কিছু প্রশ্ন করবেন জেনো দর্শক ভিডিওটা দেখার পরে আপনার প্রশ্নের উত্তর দেয়। তা ছেড়া আপনি আপনার দর্শকের কাছ থেকে কিছু সাজেশন চাইতে পারেন আপনার ভিডিও সম্পর্কে। দর্শককে যত সময় যে ভাবেই আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন আপনার Engagement তত বারবে।

চেস্টা করেছি কিছুটা বলে বুঝানোর জন্য, এ ছাডাও আরো অনেক বিষয় আছে জা একদিনে বলে শেষ করা যাবেনা। যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকে তাহলে লাইক বা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আরটিকেল এর জন্য।

No comments

Theme images by richcano. Powered by Blogger.