শিশুপুত্র নিয়ে কোয়েল মল্লিকের ছবি

টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। নিজ সুন্দর ও অসাধারণ অভিনয়ে কেড়েছেন ভক্তদের মন। ২০১৮ সালে গাঁটছরা বেঁধেছিলেন প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে। তবে হঠাৎ করেই মঙ্গলবার (২০ আগস্ট) একটি সদ্যজাত শিশুকে নিয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই টলিউড অভিনেত্রী কোয়েলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কোয়েলের কোলে কে এই শিশু খুব স্বাভাবিকভাবেই এনিয়ে নেটিজেনদের প্রশ্নের অন্ত নেই। সকলেরই প্রশ্ন তবে কি মা হলেন রঞ্জিত মল্লিক কন্যা? অবশ্য, কোয়েলের মা হওয়ার কথা এক্কেবারেই সত্যি নয়। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশানে কোয়েল একথা স্পষ্ট করে দিয়েছেন শিশুটি তার প্রিয় বন্ধু অন্তরার সদ্যোজাত ‘রাজপুত্র’।

No comments

Theme images by richcano. Powered by Blogger.