ইউটিউব নতুন নিয়ম
ইউটিউব নতুন আপডেট
বর্তমানে বাংলাদেশের হাজারো তরুনেরা সপ্ন দেখছে ইউটিউবে। ২০১৭ সালের নবেম্বর-ডিসেম্বর মাসে অনেকের 10k ভিউ থাকা সত্তেও মনিটেজশন অন হয়নাই। অনেকেই ভেবেছেন ইউটিউব এ সমস্যার কারনে এ ধরনের প্রব্লেম হচ্ছে। আবার অনেকে ভেবেছে ১৮ সালে ঠিক হয়ে যাবে। ২০১৮ সালেই নতুন দুঃ সংবাদ নিয়ে এলো ইউটিউব। দুঃ সংবাদ টি হলো : শুধু ১০০০০ ভিউ থাকলেই হবে না। থাকতে হবে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ১ হাজার সাব তাও আবার ১ বছরের ভেতর। এ খবর শুনে অনেকে ইউটিউব থেকে আজই বিদায় নিছে।ইউটিউবের বার্তা থেকে বোঝা যায়, ইনকামের ধান্দা বাদ দিয়ে মন দিয়ে কাজ করে যেতে হবে। মনো বল হারালে চলবে না। মান সন্মত ভিডিও তৈরি করতে হবে। একদিন না একদিন সফলতা আসবেই
No comments