ফেসবুকে রক্তদান যেভাবে

ফেসবুকে রক্তদান যেভাবে


ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত বছরের ২৭ সেপ্টেম্বর এক পোষ্টে লেখেন, রক্তদান সহজ করতে আজ আমরা ভারতে নতুন সুবিধা চালু করছি।  গত মঙ্গলবার থেকে সুবিধাটি বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্যে চালু করা হয়েছে।  এতে প্রয়োজনের সময়ে বাংলাদের ফেসবুক ব্যবহারকারীদের সহজেই রক্তদাতা খুজে পাবেন বলে। ফেসবুক কর্তৃপক্ষ।

কি ভাবে কাজ করে?

রক্তদাতা হিসেবে নিবন্ধন করার জন্য www.facebook.com/banateblood ঠিকানায় গিয়ে কিংবা কেউ রক্তদাতা হিসেবে নিবন্ধন করেছেন এমন পোষ্টে 'Get Start`  বোতামে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন।

রক্তদদাতা হিসেবে নিবন্ধন করুন।


আপনার রক্তের গ্রুপ ও আগে রক্ত দিয়েছেন কি না,  এমন কিছু তথ্য দিন।

রক্তদাতা খুজুন


নিকটবর্তী রক্তদাতা খুজতে ফেসবুক ব্যবহারকারীরা বিশেষ পোষ্ট দিন। আর নিবন্ধিত প্রতিষ্ঠান রক্তদান কর্মসূচি চালু করতে পারবেন।

নিকটবর্তী রক্তদাতারা নোটিফিকেশন পাবেন


রক্তের গ্রুপ মিলে গেলে নিকটবর্তী রক্তদাতারা নোটিফিকেশন পাবেন। ফেসবুক ব্যবহারকারী চাইলে সেই পোষ্টে সাড়া দিয়ে যোগাযোগ করতে পারবেন।

No comments

Theme images by richcano. Powered by Blogger.