নিজের গল্পে নায়িকা সাফা

নতুন পরিচয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন টেলিভিশন তারকা সাফা কবির। নাটকের গল্প লিখেছেন তিনি। একটি নয়, তাঁর লেখা এক জোড়া নাটকের একটির নাম ‘বিয়ে করা বারণ’। পরিচালনা করেছেন তপু খান। আর ‘লাস্ট গুডবাই’ নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি।
গল্প লেখা প্রসঙ্গে সাফা বললেন, ‘প্রচুর নাটকে কাজ করি। শুটিংয়ের আগে আগে পরিচালকদের কাছ থেকে প্রচুর গল্প শোনা হয়। সব মিলে গল্পের মধ্যেই থাকা হয়। ফলে নিজের মাথায় ভালো ভালো গল্প ঘোরাফেরা করে। একদিন এক পরিচালককে গল্প শোনাতে গিয়ে প্রযোজক গল্প পছন্দ করে ফেলেন। এভাবেই নাটকের গল্পের লেখক হয়ে গেলাম।’ এখন থেকে নিয়মিত লিখবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার পেশা নয়। শখের বশে হয়তো মাঝেমধ্যে লিখতেও পারি।’

‘বিয়ে করা বারণ’ নাটকটির চিত্রনাট্য করেছেন হাসিব হাসান চৌধুরী। ‘লাস্ট গুড বাই’-এর চিত্রনাট্য যৌথভাবে করেছেন সাফা কবির ও মেহেদী হাসান। ঈদুল আজহায় নাটক দুটি দেখা যাবে দুটি ভিন্ন টিভি চ্যানেলে। দুটি নাটকেই নায়িকা সাফার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

No comments

Theme images by richcano. Powered by Blogger.