ভিভোর নতুন স্মার্টফোন

দেশের বাজারে ফুল ভিউ ডিসপ্লের নতুন ফোন এস ১ আনার ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো। এস ১ সিরিজে প্রথম ফোনটিতে থাকছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৩২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা, ৪৫০০ এমএইচ ব্যাটারি ও পেছনে তিন ক্যামেরা সেটআপ।
৬.৩৯ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি অভ্যন্তরীণ মেমোরি রয়েছে। অক্টাকোর প্রসেসরে অ্যান্ড্রয়েড ফানটাচ ওএস ৯.০ চালিত ফোনটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা। ফোনটির জন্য আগাম ফরমাশ নেবে ভিভো।

No comments

Theme images by richcano. Powered by Blogger.