তাড়াশে ছাত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীর গোপন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিরঅভিযোগে করা মামলায় মজিবর রহমান নামের (৩৯) এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মজিবরের বিরুদ্ধে তাড়াশ থানায় গতকাল শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
মজিবরের বিরুদ্ধে তাড়াশ থানায় গতকাল শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
তাড়াশ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মজিবর দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি বগুড়ার একটি আবাসিক হোটেলে নিয়ে গোপনে মেয়েটির ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওর কথা বলে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। মেয়েটি রাজি না হওয়ায় ভিডিওটি তিনি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে এ ব্যাপারে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ পুলিশ সুপার (সার্কেল) গোলাম রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মজিবরকে আজ সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
No comments