সিংড়ায় ট্রাক টেম্পু সংঘর্ষে নিহত-১ আহত-৪

নাটোরের সিংড়ায় মালবাহী ট্রাকের সাথে যাত্রী বাহী টেম্পুর মুখো মুখি সংঘর্ষে ১জন নিহত সহ ৪ জন আহত হয়েছে।
সিংড়া উপজেলার বামিহাল দুর্গাপুরের সারুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামের রওশন মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা। আহতরা হলেন বিয়াশ গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল হাকিম( ৩৬) হাতিয়ান দিঘী গ্রামের সৈয়দ আলী (৬০),টেম্পু চালক ও অঙ্গাত এক ব্যক্তি। তাদের উ্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।





প্রত্যক্ষ দর্শী ও স্থানীয়রা জানায় টেম্পুতে যাত্রী বোঝাই লোকজন সবাই ছিল গরু ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে তারা গরু কেনার উদ্দেশ্য হাটের পথে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ মালবাহী ট্রাকের মুখো মুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলীকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।


সৌরভ সোহরাবঃ

No comments

Theme images by richcano. Powered by Blogger.