কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ব্লগ করলেন তৌহিদ আফ্রিদি

কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ব্লগ করলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। শীগ্রই ইউটিউবে এ ব্লগ ভিডিওটি প্রকাশিত হবে।
জানা গেছে, বাংলাদেশের কোন ইউটিউবারের সঙ্গে প্রথমবারের মত ব্লগে মাতলেন দেব। জানালেন, জানা-অজানা অনেক তথ্য।

জানা যায়, তৌহিদ আফ্রিদিকে নিজের অফিস ঘুরে দেখান দেব। এছাড়া কয়েকটি প্রোগ্রামেও নিয়ে যান তিনি।

অন্যদিকে, গাড়িতে করে ভ্রমণ শেষে নিজের রেস্টুরেন্টে নিয়ে যান দেব। এসময় তৌহিদ আফ্রিদিকে ‘ট্রিট’ দেন দুই বাংলার জনপ্রিয় এ নায়ক।

আড্ডায় দেব জানালেন, বাংলাদেশ হল তার সেকেন্ড হোম। আর বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি।

এ বিষয়ে তৌহিদ আফ্রিদি Ebrahim360 কে বলেন, ইতোমধ্যে ব্লগটির শ্যুটিং শেষ হয়েছে। শীগ্রই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা যাবে।

No comments

Theme images by richcano. Powered by Blogger.