তাড়াশে পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ‌নিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস হাইস্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে বারুহাস বাজারে মৃত জিলহজ খন্দকারের ছেলে আব্দুল হা‌লিম ও মোঃ খর‌শেদের ছে‌লে আব্দুল বা‌রিকের নিকটে পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল বা‌রিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দি‌য়ে অতর্কিতভাবে পাওনাদার আব্দুল হা‌লিম খন্দকারের ওপর হামলা চালায়। এ‌তে আব্দুল হা‌লিম (৩২), তার ছোট ভাই আব্দুল হাসান (২৯), মোঃ রানা খন্দকার (১৯), আব্দুল রউফ খন্দকার (৩৫) গুরুতর আহত হন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Theme images by richcano. Powered by Blogger.