ভিউ (View) বাড়ানোর উপায়
ভিউ (View) বাড়ানোর উপায়
টিপস্: প্রথম কথাটা আগের মতই। ভালো এবং দরকারী অথবা মজার কন্টেন্ট হলে মানুষ আপনার ভিডিও দেখবেই। আর কিছু বিষয় মেনে চললে সহজেই ভিউ পাওয়া যায়। যেমন–
১। নিয়মিত ভিডিও আপলোড করুন।
২। আপনার আপলোড করা প্রতিটি ভিডিও বিভিন্ন ফ্রি সোসাল সাইটগুলো যেমন ফেইসবুক, টুইটার, গুগল প্লাস, ব্লগার ইত্যাদিতে শেয়ার করুন।
৩। ভিডিওতে Custom Thumbnail, End Screen ইত্যাদি যোগ করে দিন (Creator Studio তে Video Manager ট্যাবের Video অপশনে গিয়ে আপনি ভিডিওতে এসব বিষয় এডিট করতে পারবেন)।
৪। একই জাতীয় ভিডিওগুলো প্লেলিস্ট আকারে সেভ করে রাখুন।
৫। আপনার সকল ভিডিওতে ৫ সেকেন্ডের একটা ইন্ট্রো দিয়ে দিন।
৬। আপনার ভিউয়ারদের লাইক করতে বলুন। কারন ভিডিওতে লাইক ইউটিউবকে ইনফর্ম করে যে আপনার ভিডিও পপুলার, তখন ইউটিউব সার্চ এ এটি প্রাধান্য পায়।
৭। আপনার ভিডিওতে করা কমেন্ট সবসময় চেক করুন এবং উত্তর দিন। এতে যেমন আপনার ভিউয়ার এবং সাবস্ক্রাইবাররা বুঝবে আপনি তাদের প্রতি আন্তরিক, তেমনি ইউটিউব ও বুঝবে যে আপনি আপনার ভিউয়ারদের প্রাধান্য দেন।
Anroid BaBa Ltd চ্যানেল টা সবাই সাবস্ক্রাইব করুন
No comments